খোলা বাজার২৪,সোমবার,০৫ সেপ্টেম্বর ২০১৬ঃ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলমসহ ৫জন বিশিষ্ট ব্যক্তিকে হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর।
হিজবুত তাহরীরের নামে দেয়া চিঠিতে তাদের যশোরের মাটি থেকে উৎখাতের হুমকি দেয়া হয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হুমকিদাতাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন।
জাসদ নেতা রবিউল আলম জানান, ‘নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের নামে যশোরের পাঁচ ব্যক্তিকে হুমকি দিয়ে টাইপ করা একটি চিঠি ১৮ ও ২২ আগস্ট পরপর দু’বার তার কাছে পৌঁছে। চিঠিতে রবিউল আলমসহ লেখক বেনজিন খান, ঘাতক দালাল নির্মূল কমিটির যশোর শাখার প্রচার সম্পাদক আশিকুজ্জামান টুটুল, শিক্ষক শ্রাবনী সুর ও শ্রমিক নেতা মজনুকে যশোরের মাটি থেকে উৎখাত করার কথা বলা হয়।’
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু আজ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ওই পাঁচজন ব্যক্তির জীবনের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান জানান।