খোলা বাজার২৪,সোমবার,০৫ সেপ্টেম্বর ২০১৬ঃ সাবেক অর্থমন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য, বরেণ্য রাজনীতিবিদ ও খ্যাতিমান অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর রোগমুক্তি কামনায় বিএনপির উদ্যোগে আগামীকাল সোমবার বাদ আসর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
রবিবার দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক মোঃ তাইফুল ইসলাম টিপু বিষয়টি নিশ্চিত করেছেন। উক্ত দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতবৃন্দ উপস্থিত থাকবেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য দলটির পক্ষ থেকে অনুরোধ জানান।