Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

83ee9ac50b1e9d46fb310e9a1cce655a-57cd10e816028

খোলা বাজার২৪,সোমবার,০৫ সেপ্টেম্বর  ২০১৬ঃ সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় মা মেয়েসহ আত্মঘাতী চার নারী জেএমবি সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার রাত আড়াইটার দিকে বড়াইগ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো বড়াইগ্রামের আবু সাঈদের স্ত্রী ফলেরা খাতুন (৪৫), দুই মেয়ে শাকিলা খাতুন (১৮) ও সালমা খাতুন (১৬) এবং একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রাজিয়া (৩৫)। তাদের কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মিরাজ উদ্দিন জানান, ডিবি পুলিশের ওসি মো. ওয়াহিদুজ্জামান ও সেকেন্ড অফিসার এসআই রওশন আলীর নেতৃত্বে একদল পুলিশ রবিবার রাত আড়াইটার দিকে বড়াইতলা গ্রামের চিহ্নিত জেএমবি নেতা ফরিদুলের বাড়িতে গোপন বৈঠককালে চার নারী জেএমবি সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার আরো জানান, তারা আত্মঘাতী জেএমবি সদস্য। জিহাদের উদ্দেশ্যে হিযরতে যাওয়ার জন্য তারা প্রস্তুত ছিল। ওপরের নির্দেশ পেলেই তারা আত্মঘাতী হামলা চালাতো পুলিশের কাছে এমন তথ্য ছিল। এছাড়া সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর জন্য তারা ওই এলাকায় সদস্য সংগ্রহ করছিল।

উল্লেখ্য, এর আগে গত ২৪ জুলাই সিরাজগঞ্জ শহরের মাছুমপুর এলাকার একটি বাড়ি থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির চার নারী সদস্যকে আটক করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)