খোলা বাজার২৪,সোমবার,০৫ সেপ্টেম্বর ২০১৬ঃ আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে সম্প্রতি চট্টগ্রামের পটিয়ায় এন আর বি গ্লোবাল ব্যাংকের ৩২ তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের সম্মানীত চেয়ারম্যান নিজাম চৌধুরী। অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আর কিউ এম ফোরকান, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, চট্টগ্রাম রিজিওনের শাখা ব্যবস্থাপকবৃন্দ এবং আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন। উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পরে অতিথিবৃন্দ ফেনী শাখার সাথে স্থাপিত এটি এম বুথ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।