খোলা বাজার২৪,সোমবার,০৫ সেপ্টেম্বর ২০১৬ঃ সম্প্রতি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) সিরাজগঞ্জে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীরমাতাদের সংবর্ধনা প্রদান করে। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীরমাতাদের হাতে আর্থিক ও অন্যান্য সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের ডেপুটি কমিশনার মোঃ বিল্লাল হোসেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মিসেস সেলিনা বেগম স্বপ্না, সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ মিরাজ উদ্দিন আহমেদ, জেলার শীর্ষ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাগণ। সোস্যাল ইসলামী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক এ.এম.এম ফরহাদ, এসইভিপি ও লজিস্টিক সাপোর্ট ডিভিশনের প্রধান মোঃ আকবর আলী এবং এসআইবিএল এর সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ হাসানুল হাসান।