Wed. Oct 22nd, 2025
Advertisements

0খোলা বাজার২৪,মঙ্গলবার,০৬ সেপ্টেম্বর  ২০১৬ঃ জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপ কিউশুর নাগাসাকি নগরীর কাছে সোমবার ভোরে টাইফুন নামথেউন আঘাত হেনেছে।

টাইফুনের প্রভাবে শক্তিশালী বাতাস, ভূমিধস ও সম্ভাব্য বন্যা হতে পারে বলে আবহাওয়া সংস্থা সতর্ক করেছে।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, টাইফুন নামথেউন স্থানীয় সময় রাত ১টায় নাগাসাকির কাছে আঘাত হেনেছে।
আঘাত হানার পর ঝড়টির প্রচ-তা হ্রাস পায়। ঝড়টির গতিবেগ হ্রাস পেয়ে ঘন্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর দিকে যাচ্ছিল।
জেএমএ আরো জানায়, নামথেউনের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় ৬৪ থেকে ৭২ মিটার।
নামথেউন ঝড়টি স্থানীয় সময় সকাল ৬টায় ফুকুওকা নগরী থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছিল।