Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪,মঙ্গলবার,০৬ সেপ্টেম্বর  ২০১৬ঃ এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়রশীপের ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল।

সংযুক্ত আরব আমিরাতের মেয়েদের ৪-০ গোলে হারিয়ে আজ গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের নারীরা। জয়টা প্রত্যাশিতই ছিল তবে ব্যবধানটা হয়নি প্রত্যাশা মতো। টানা পাঁচ ম্যাচ জয়ে পুরো ১৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ যোগ দিয়েছে আগামী ২০১৭ সালের সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে। ভেজা মাঠ আর প্রচন্ড গরমে স্বাভাবিক খেলা খেলতে পারেনি কোন দলই। এর মাঝেও দু’টি গোল করেছেন অধিনায়ক কৃষ্ণা রাণী সরকার। পাঁচ ম্যাচে তার গোল সংখ্যা আট।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। প্রথম কর্ণারটিতেই আসে গোল, মারজিয়ার কর্ণারে হেড করে দলকে এগিয়ে দেন অধিনায়ক কৃষ্ণা রাণী সরকার। শুরু থেকে বাংলাদেশ দল আমিরাতকে কোন ঠাসা করে রাখে। মুহুর্মুহু আক্রমন অব্যাহত রাথে। তবে আমিরাত গোলরক্ষক দালাল আল হাম্মাদির দৃঢ়তায় বারবার গোল বঞ্চিত হয়। এরমাঝে ১৮ মিনিটে সানজিদার কর্ণারে ডিফেন্ডার নার্গিস খাতুনের হেড ক্রস পোস্টে লেগে ফিরে আসলে হতাশার মাত্রাটা বাড়ে বাংলাদেশের। সেটা আরও চরমে পৌঁছায় ৩৬ মিনিটে শামসুন্নাহার পেনাল্টি মিস করলে। আমিরাত ডিফেন্ডার মারিয়াম আহমেদ কৃষ্ণা রাণীকে ফাউল করলে পেনাল্টি পায় বাংলাদেশ, সামসুন্নাহার স্পট কিক থেকে বল মারেন সাইড পোস্টের বাইরে। দ্বিতীয়ার্ধে অবশ্য চিত্রটা বদলায়, গোল মিসের হতাশা কাটিয়ে ৫১ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। সানজিদার কর্র্ণারে কৃষ্ণা রাণী প্লেস করে বল জড়িয়ে দেন কাছের পোস্টের জালে। এর পাঁচ মিনিট পর আনুচিং মগিনি করেন দলের তৃতীয় গোলটি, কৃষ্ণা রানীর ক্রস ডিফেন্সে ক্লিয়ার হয়ে বক্সের ওপরে পড়লে তা এগিয়ে দেন মারিয়া মান্ডা। নিজ মার্কারকে কাটিয়ে মাটি কামড়ানো শটে তৃতীয় গোল করেন এই ফরোয়ার্ড। শেষ গোলটি করেন বদলি ফরোয়ার্ড তহুরা খাতুন