Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

index

খোলা বাজার২৪,মঙ্গলবার,০৬ সেপ্টেম্বর  ২০১৬ঃ নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নবনির্মিতি তিন তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ প্রধান এ ভবনের উদ্বোধন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ২ কোটি ৬০ লাখ ৩৭ হাজার টাকা ব্যয়ে কমপ্লেক্সটি নির্মাণ করে।
ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ বলেন, দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও তাদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিতকরণে মাসিক ভাতার পরিমাণ বৃদ্ধিসহ সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, নাটোর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুবাস চন্দ্র সাহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রউফ সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রশীদুন্নবী বেফিন।