Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
kamal
খোলা বাজার২৪,মঙ্গলবার,০৬ সেপ্টেম্বর  ২০১৬ঃ গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, গুম, অপহরণ, হত্যার ভয় দেখিয়ে মানুষকে দমিয়ে রাখা যাবে না। এর পাশাপাশি তিনি জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, চুপচাপ বসে থাকলে এর সমাধান হবে না।
তিনি বলেন, জনগণের ঐক্য ছাড়া গুম, হত্যা, অপহরণ বন্ধ করা যাবে না। গুম, হত্যার বিকল্প জনগণের ঐক্য, ঐক্য এবং ঐক্য।সোমবার প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ড. কামাল হোসেনের নেতৃত্বে নতুন প্লাটফরম ও ঐক্যপ্রক্রিয়ার উদ্যোগে আলোচনাসভায় তিনি একথা বলেন।

এতে সভাপতিত্ব করেন ড. কামাল হোসেন। এতে আরো বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহা্মমদ মনসুর আহমেদ।

তিনি জনগণ বিশেষ তরুণ প্রজন্মকে আশ্বস্ত করে বলেন, দেশে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।