খোলা বাজার২৪, মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬: বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) চীন থেকে ১৬টি জাহাজ সংগ্রহ করবে। এগুলোর মধ্যে ছয়টি মাদার বাল্ক ক্যারিয়ার এবং ১০টি লাইটার বাল্ক ক্যারিয়ার। কয়লাভিত্তিক বিদ্যুৎ প্লান্টে কয়লা পরিবহণের ক্ষেত্রে এসব বাল্ক ক্যারিয়ার ব্যবহৃত হবে। নির্মাণ চুক্তির দু’বছরের মধ্যে এগুলো দেশে এসে পৌঁছবে।
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে গতকাল তাঁর মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। বিএসসি’র নির্বাহী পরিচালক (অর্থ) ইয়াসমিন আফসানা এবং চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিএইচইসি)’র বাংলাদেশস্থ অথরাইজড প্রতিনিধি হুয়াং দাওজুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
মাদার বাল্ক ক্যারিয়ার প্রতিটি ৮০ হাজার ডেড ওয়েট টন (ডিডব্লিউটি) এবং লাইটার বাল্ক ক্যারিয়ার প্রতিটি ৮-১০ হাজার ডিডব্লিউটি সম্পন্ন হবে। সিএইচইসি কর্তৃক চীনা ব্যাংক হতে কমার্শিয়াল লোন বা অন্য কোনো ঋণ সহায়তার অধীনে বিএসসি এ ১৬টি জাহাজ সংগ্রহ করবে।
এমওইউ স্মারক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএসসি’র জন্য দু’টি মাদার ট্যাংকার সংগ্রহের লক্ষ্যে এ বছরের এপ্রিলে চীনের একটি কোম্পানির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।