জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর সূত্র বাসস’কে জানায়, অতিদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারগুলোর মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় সরকার এবারও ভিজিএফ (ভার্নারেবল গ্রুপ ফিডিং) কার্ডের মাধ্যমে চাল বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করে।
ভিজিএফ চাল বিতরণে ১২টি শর্তের মধ্যে কমপক্ষে ৪টি শর্ত পূরণ হলে তাকে এই চাল প্রদান করা যাবে। উল্লেখযোগ্য শর্তগুলোর মধ্যে রয়েছে- যে পরিবারে কোন জমি নেই, দিন মজুরের আয়ের উপর নির্ভরশীল, ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীলতা, উপার্জনক্ষম ব্যক্তি না থাকা, পুরুষ সদস্য না থাকা, স্কুলগামী শিশুকে উপার্জনের কাজে ব্যবহার করা, উপার্জনশীল কোন সম্পদ না থাকা, স্বামী পরিত্যক্তা বা তালাকপ্রাপ্ত মহিলা, দুর্যোগে অর্থ সংকটে পড়া, দু’বেলা খাবার পায় না এমন পরিবার ও যে পরিবারের প্রধান অসচ্ছল।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোফাক্ষারুল ইসলাম বাসস’কে জানান, জেলার পাঁচ উপজেলার ৩২টি ইউনিয়নের ৬৪ হাজার ১৩২টি দুস্থ পরিবারের মাঝে ৬৪১ দশমিক ৩২০ মেট্রিক টন চাল এবং পাঁচটি পৌরসভার জন্য ২০ হাজার ২৫টি দুস্থ পরিবারের মাঝে ২০০ দশমিক ২৫০০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে বলে জানায় জেলা ত্রাণ ও পুনর্বাসন মোফাক্ষারুল ইসলাম।
খোলা বাজার২৪,মঙ্গলবার,০৬ সেপ্টেম্বর ২০১৬ঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাট জেলায় ৮৪ হাজার ১শ’ ৫৭টি পরিবারের মাঝে ৮শ’ ৪১ দশমিক ৫৭০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।