খোলা বাজার২৪,মঙ্গলবার,০৬ সেপ্টেম্বর ২০১৬ঃ রাজধানীর গুলশান ১ নম্বরে অবস্থিত মোবাইল কোম্পানি রবির প্রধান কার্যালয়ের পাশের একটি সাততলা ভবন ঘিরে রেখেছে পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এই ভবনের ৩য় তলায় সন্দেহভাজন কয়েকজন যুবক অবস্থান করছেন। তাদের আত্মসমর্পণ করার জন্য পুলিশ আহবান জানাচ্ছে। তবে তারা জঙ্গি কিনা এই খবরটি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
গুলশান থানার এসআই রমজান জানিয়েছেন, এই ভবনের ৩য় তলায় সন্দেহভাজন কয়েকজন যুবক অবস্থান করছেন- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভবনটি ঘিরে রেখেছে।
ভবনের ১ ও ২ তলায় বাটারফ্লাইয়ের শো রুম ৩ তলায় রয়েছে এনসিসি ব্যাংক। কেউ কেউ ধারণা করছেন ডাকাতি করার জন্য তারা ব্যাংকে ঢুকে থাকতে পারে।