খোলা বাজার২৪, মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬: একটু বৃষ্টিতে ডোমার পৌরসভার নীলফামারীর ডোমার উপজেলার ডোমার প্রধান সড়কে জলাদ্ধতার সুষ্টি হয়েছে । জলাবদ্ধতার কারনে প্রধান এই সড়কে হাটু পানি জমে থাকে। পৌরসভার কতৃপক্ষের উদাসীনতার কারনে পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারনে সড়ক দিয়ে মানুষজন, যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে মানুষজন ও স্কুল কলেজর শিক্ষার্থীরা রিকশায় করে চলাচল করছে। ভারী যানবাহন চলাচল করলে সড়কের পাশে দোকানে কাঁদাপানি ছিটকে পরে।