Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10kখোলা বাজার২৪, মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬: সিঙ্গাপুরে আরও ৯ বাংলাদেশী মশাবাহিত জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জিকা আক্রান্ত বাংলাদেশী বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের মধ্যে জিকায় আক্রান্ত বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।
তবে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে, আক্রান্ত বাংলাদেশীদের অবস্থা উন্নতির দিকে। তাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে সুস্থ হয়ে ওঠেছেন এবং কয়েকজন সুস্থ হওয়ার পথে।
বাংলাদেশ মিশন সিঙ্গাপুরে অবস্থান করা বাংলাদেশীদের জিকা ভাইরাসের বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে।
বাংলাদেশী কমিউনিটিকে সতর্ক করে দেয়া বাংলাদেশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়, সিঙ্গাপুরে জিকা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে এবং সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশীদের এ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে।
এতে আরও বলা হয়, এ সংক্রান্ত বিষয়ে যে কোনো সহযোগিতা বা পরামর্শের জন্য দূতাবাসের শ্রম শাখায় বা ৬২৫৫০০৭৫ (এক্সটেনশন-২৭৯, ২৮১) নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।
এর আগে ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে কর্মরত ১০ বাংলাদেশী জিকায় আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছিল। এবার আরও ৯ বাংলাদেশী জিকা ভাইরাসে আক্রান্ত হলেন।