Fri. Oct 24th, 2025
Advertisements

11kখোলা বাজার২৪, মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬: গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির কাপাসিয়া জোনাল অফিস ৫ সেপ্টেম্বর বিকালে উপজেলার উত্তর খামের কালিয়ারটেক দর্গাবাড়ী এলাকায় ১৮১ নতুন সংযোগ লাইন উদ্বোধন করেছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ।

সমাজ সেবক আমান উল্লাহ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর পল্লী বিদ্যুত সমিতি কাপাসিয়া জোনাল অফিসের ডি জি এম সেলিনা আক্তার, উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, চেয়ারম্যান আইয়ুবুর রহমান সিকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলম সিদ্দিকী, লুৎফর রহমান, মাহবুবুল আলম মন্জু প্রমুখ।

শহীদুল্লাহ (এম পি) বলেন, বর্তমান সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে। আগামী ২ বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পোছে যাবে।

ডি জি এম সেলিনা আক্তার উপস্থিত সকলের উদ্যেশ্যে বলেন, সরকার উন্নয়নের কথা ভেবে ভুর্তুূকী দিয়ে আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছে। আপনারা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করবেন।

উপজেলার তরগাঁও ইউনিয়নে উত্তর খামের কালিয়ারটেক দর্গাবাড়ী এলাকায় ১৮১ জন গ্রাহকের মাঝে ৩.৮ কিলোমিটার বিদ্যুতের নতুন সংযোগ লাইনের শুভ উদ্বোধন হয়েছে।