খোলা বাজার২৪, মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬:
সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, রামপাল বিদুৎ কেন্দ্র নির্মাণের কারণে সুন্দরবন ধবংস হয়ে গেলে ইতিহাসের কাছে দায়ী থাকতে হবে আমাদের। তিনি বলেন, সুন্দরবনের পাশে কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের কারণে একদিনেই হয়ত সুন্দরবনের কিছু হবে না। কিন্তু একথা সত্যিই এই বন ধীরে ধীরে ধবংস হয়ে একদিন ঠিকই উধাও হয়ে যাবে।
সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে আজ ধানমন্ডিস্থ বিলিয়া মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সুলতানা কামাল একথা বলেন। অ্যাডভোকেট সুলতানা কামাল সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সুলতানা কামাল আরো বলেন,এই বিদ্যুৎ প্রকল্পটি নির্মাণের পেছনে বহু ব্যক্তির নিজস্ব স্বার্থ জড়িত। তারা তাদের ব্যবসায়িক স্বার্থই সরকারকে দিয়ে পুরণ করতে চাইছে। আর এজন্য এর সরকারের কাছে সুন্দরবনের জীব-বৈচিত্র কোনো গুরুত্ব নেই।
অপরদিকে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, রামপাল বিদুৎ কেন্দ্র নির্মাণের কারণে শুধু সুন্দরবনই নয় রামপাল কিংবা বাগেরহাটের জনগণও ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে। তিনি বলেন, এসরকার কাঠ কয়লা আর খনিজ কয়লার মধ্যে পার্থ্যক বোঝে না।
“রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র বিষয়ক ১০টি বিভ্রান্তিমূলক অপপ্রচার ও এর বিজ্ঞানভিত্তিক জবাব” শীর্ষক এক সংবাদ সম্মেলনে অন্যদেও মধ্যে রাশেদা কে চৌধুরী, শরীফ জামিল বক্তব্য রাখেন।