Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22kখোলা বাজার২৪, মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬: দেশের পুঁজিবাজারের প্রতি আস্থা বাড়ছে বিদেশি বিনিয়োগকারীদের। চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনের পাশাপাশি বেড়েছে বিনিয়োগের পরিমাণ। আগস্ট মাস শেষে ডিএসইতে নিট বিনিয়োগ দাঁড়িয়েছে ৪৪৫ কোটি ৭০ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের পুঁজিবাজার স্থিতিশীলতার দিকে যাচ্ছে। ফলে বিনিয়োগকারীরা বাজারের দিকে ঝুঁকতে শুরু করেছেন। বিদেশি বিনিয়োগকারীরাও বাজারে আসছেন। এতে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ছে।
ডিএসই’র তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীরা মোট ৫ হাজার ৬৫৬ কোটি ৬২ লাখ টাকার লেনদেন করেছে। এ সময় সিকিউরিটিস বা শেয়ার কিনেছে ৩ হাজার ৫১ কোটি ১৬ লাখ টাকা। এর বিপরীতে শেয়ার বিক্রি করেছে ২ হাজার ৬০৫ কোটি ৪৬ লাখ টাকা। অর্থাৎ আট মাসে পুঁজিবাজারে নীট বিদেশি বিনিয়োগ ৪৪৫ কোটি ৭০ লাখ টাকা। এ সময় শেয়ার বিক্রির তুলনায় কেনার প্রবণতা বেশি পরিলক্ষিত হয়েছে। অবশ্য বাজারে বিদেশি বিনিয়োগ বাড়লেও স্থানীয় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কাক্ষিত হারে হচ্ছে না।
অর্থবছরে (২০১৫-১৬) ডিএসইতে মোট বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন হয় ৮ হাজার ৮৩ কোটি ৯১ লাখ ৩৬ হাজার ৫৯৮ টাকার শেয়ার। এর আগের অর্থবছরে (২০১৪-১৫) লেনদেন হয়েছিল ৬ হাজার ৯৯১ কোটি ২৯ লাখ ৯৮ হাজার ৯২৫ টাকার শেয়ার। গত ২০১৩-১৪ অর্থবছওে ছিল ২ হাজার ৪৯৩ কোটি ৬৭ লক্ষ ৪০ হাজার ৮৩৭ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে নিট বিনিয়োগ কমেছে ১ হাজার ১৯৩ হাজার ৮৩ লাখ ৮৭ হাজার ৪৫২ টাকা।