খোলা বাজার২৪, মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬: ত্রিশাল, ময়মনসিংহ: আগামী জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন সীমানা নির্ধারন করে ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নকে ফুলবাড়িয়া উপজেলার অন্তর্ভূক্ত করায় গতকাল মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে সর্বস্তরের জনতা।
জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলার ১২টি উপজেলা মিলিয়ে ১৫ টি ইউনিট করার সিদ্ধান্ত নেয় ময়মনসিংহ জেলা পরিষদ। এতে ত্রিশাল উপজেলার ১ নং ধানীখোলা ও ১১ নং মুক্ষপুর ইউনিয়নকে ফুলবাড়িয়া উপজেলার অন্তর্ভূক্ত করা হয়। এরই প্রতিবাদে গতকাল সকাল ১১টায় ধানীখোলা বাজারে ২ ঘন্টাব্যাপি মানববন্ধন করে সর্বস্তরের জনতা। পরে ধানীখোলা বাজার হতে একটি বিক্ষোভ মিছিল বের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বইলর মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, , ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক জিয়াউল হক সবুজ, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক এড জালাল উদ্দিন, ত্রিশাল পেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, ধানীখোলা ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ,আওয়ামীলীগ নেতা নয়ন তালুকদার, ধানীখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান,ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরীফ মাহমুদ, সাবেক ছাত্রনেতা সজীব সরকার প্রমূখ। পরে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন ও ওসি মনিরুজ্জামানের আশ্বাসে সাময়িক ভাবে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।