Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬: বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই) জেলা শাখার সহযোগীতায় বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. খায়রুজ্জামান মঙ্গলবার (০৬.০৯.১৬) সকাল দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পৌরসদর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় সাধনা স্টোরের মালিক শিবু অধিকারীর ছেলে গোপাল অধিকারীকে (২৫) সরকারি কাজে বাধা দেয়ায় ৭ দিনের বিনাশ্রম জেল ও ওজনে কম দেয়ায়, মেয়াদোত্তীর্ণ মালামাল থাকায় তার দোকানে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওজনে কম দেয়ার অভিযোগে যমুনা স্টোরকে ২০ হাজার, মহামায়া স্টোরকে ২৫ হাজার, কুন্ডু স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নোংরা পরিবেশ ও প্যাকেটের গায়ে মেয়াদের তারিখ উল্লেখ না থাকায় নাসির বেকারীকে ২৫ হাজার ও আরিফ বেকারীকে ২০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নোংরা পরিবেশ থাকায় শুকতারা ২হাজার ও ও ইসলামিয়া হোটেলকে ২ হাজার ৫ শ’টাকা, মাংস বিক্রেতা বাবুকে ৪হাজার ও ফজলুর রহমানকে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৯৮২ সালের ওজন ও পরিমাপ অধ্যাদেশ আইনে এ দন্ড দেয়া হয়। এ সময় বিএসটিআই’র জেলা শাখা পরিদর্শক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।