Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬ ইসলাম পারভেজ,চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার রামুর থানার পানেরছড়া থেকে ১৬টি মামলার পলাতক আসামির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে রামুর ঈদগাঁও-ঈদগড় সড়কের ঈদগাঁও ঢালার পাহাড়ি এলাকা থেকে রাশেদুলের মরদেহ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।নিহত রাশেদুল ইসলাম ওরফে রাহাত উল্লাহ (৩৮) কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া এলাকার আলী আহমদের ছেলে।

রামু থানার ওসি প্রভাশ চন্দ্র ধর জানায়, রাশেদুল একজন চিহ্নিত ডাকাত ও অপহরণকারী দলের সদস্য। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও বন আইনে কক্সবাজার সদর থানায় ৮টি এবং রামু থানায় ৮টি মামলা রয়েছে। রামুর ঈদগাঁও-ঈদগড় সড়কের ঈদগাঁও ঢালার পাহাড়ি এলাকায় মঙ্গলবার ভোররাতে স্থানীয় লোকজন গোলাগুলির শব্দ শুনতে পায়। পরে সকালে সড়কের পাশে ঘন জঙ্গলের ভিতর একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে রাশেদুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।