খোলা বাজার২৪, মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬ : মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত থেকে ১ লক্ষ ১৯ হাজার ৮০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট সেনেগ্রা উদ্ধার করেছে বিজিবি। আজ মঙ্গলবার দুপুরে সীমান্তবর্তী মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়েছে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক মোহম্মদ আমির মজিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বুড়িপোতা গ্রামের সড়কে বিজিবির একটি চেকপোষ্ট ছিল। দুপুরে ভারত থেকে চোরাচালানিরা ওষুধগুলো নিয়ে চেকপোষ্ট পার হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। বিজিবির তৎপরতায় তারা পাশর্^বর্তী মাঠে কয়েকটি কাটুর্নভর্তি ট্যাবলেটগুলো ফেলে পালিয়ে যায়। পরিত্যাক্ত অবস্থায় বিজিবি সদস্যরা সেনেগ্রা ট্যাবলেটগুলো উদ্ধার করেন। পরে তা কাস্টমসে জমা দেওয় হয়। এ ঘটনায় জড়িত চোরাচালানিদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ১৯ লক্ষ ৮০ হাজার টাকা বলে জানায় বিজিবি।