খোলা বাজার২৪, মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬ চন্দ্র দাস,ঠাকুরগাঁও : কোরবানির ঈদের আর মাত্র বাকী ৬ দিন।এরই মধ্যে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের পশু হাটগুলোর শেষ মুহুর্তের বেচাকেনা। আর প্রতিবছরে জাল টাকা পশুহাটে ছড়িয়ে দিতে কাজ করে একটি জালনোট সিন্ডিকেট চক্র। যদিও এবছর ঠাকুরগাঁওয়ে জালনোট ধরা পড়ার খবর পাওয়া যায়নি প্রশাসনের তীক্ষè নজরদারীর কারণে। ঠাকুরগাঁও ডিবি পুলিশ জনসচেতনার লক্ষে জেলার বড় বড় পশুহাটগুলোতে জাল টাকা রোধে ক্যাম্পিংয়ের ব্যবস্থা করে আসছে।এতে ভালো ফলও পাওয়া গেছে।
ঠাকুরগাঁও ডিবি পুলিশের এস আই নুর আলম ও এ এসআই রফিক বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে প্রতি বছর একটি সংঘবদ্ধ জালনোট চক্র পশুহাটকে টার্গেট করে জাল টাকা ছড়িয়ে দেয়।কিন্তু এবার আমরা আগে থেকেই এ ব্যাপারে হাটগুলোতে ক্যাম্পিংয়ের ব্যবস্থা করায় এ চক্রটি তাদের প্রভাব বিস্তার করতে পারেনি।আমরা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অত্যন্ত আন্তরিকতার সাথে বিষয়টি পর্যবেক্ষন করছি।
পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, পশুহাটে জাল টাকা রোধে ডিবি পুলিশের একটি চৌকশ টিম মাঠে কাজ করছে। আশাকরি আমরা সফল হব।