খোলা বাজার২৪, মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬:মালয়েশিয়ায় নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ইব্রাহিম সাহিব আনসারকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্বৃত্তরা গণধোলাই দিয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ ব্যক্তিকে সোমবার গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।
মালয়েশীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত রোববার শ্রীলংকান হাইকমিশনারের ওপর হামলার ঘটনা ঘটে। এতে সামান্য আহত হয়েছেন তিনি।
সেলানগর রাজ্য পুলিশের প্রধান আবদুল সামাহ মাত বলেছেন, আমরা পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছি। হামলার উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।
ঘটনার ভিডিও ফুটেজের ভিত্তিতে এনডিটিভি জানায়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, হাইকমিশনার ইব্রাহিমকে এলোপাতাড়ি মারতে থাকেন কয়েকজন ব্যক্তি।
এ হামলাকারীদের বিস্তারিত পরিচয় এখনও জানাতে পারেনি মালয়েশীয় পুলিশ।
তবে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের মালয়েশিয়া সফরের প্রতিবাদে গত সপ্তাহে শ’ খানেক ভারতীয় আদিবাসী কুয়ালালামপুরে বিক্ষোভ দেখিয়েছিলেন।
এদিকে হাইকমিশনার আনসারকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে শ্রীলংকা।
কলম্বোতে নিযুক্ত মালয়েশীয় শীর্ষ কূটনীতিক ওয়ান যাইদি ওয়ান আবদুল্লাহকে তলব করে ঘটনার প্রতিবাদ জানান শ্রীলংকার পররাষ্ট্র সচিব ইসালা বিরাকুন।
তিনি কলম্বোর কূটনৈতিক মিশনকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়ার আহ্বান জানান।