Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

54খোলা বাজার২৪, মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬: মুস্তাফিজের এই ছবি দিয়েই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। আজ মুস্তাফিজুর রহমানের জন্মদিন। এবারের জন্মদিন একটু অন্য রকম কাটছে বাংলাদেশের কাটার-মাস্টারের। গত মাসে ইংল্যান্ডে কাঁধে অস্ত্রোপচারের পর এখন তিনি সুস্থ হয়ে ওঠার চেষ্টায় ব্যস্ত। ঠিক এমন সময় আইসিসির কাছ থেকে দারুণ এক শুভেচ্ছাবার্তা পেলেন ‘ফিজ’।

সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি লিখেছে, “তিনি ক্রিকেটের অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভা। জীবনের প্রথম টেস্ট আর ওয়ানডে দুটোতে ম্যাচসেরা হয়েই তাঁর বিস্ফোরক আগমন। মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে জীবনের প্রথম দুটো ওয়ানডেতেই পাঁচ উইকেট নিয়েছেন তিনি। শুভ জন্মদিন মুস্তাফিজুর ‘দ্য ফিজ’ রহমান!”
আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজের আবির্ভাব সত্যিই দুর্দান্ত হয়েছিল। গত বছরের জুনে জীবনের প্রথম ওয়ানডেতেই পাঁচ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিয়েছিলেন ভারতকে। পরের ম্যাচে ছয় উইকেট নিয়ে আবার বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন তিনি। ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়ে বিশাল ভূমিকা ছিল তাঁর।
ভারত সিরিজের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি ‘ফিজ’কে। পরের মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে মুস্তাফিজের অবদান ছিল পাঁচ উইকেট। নভেম্বরে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা সিরিজে আট উইকেট নিয়েছিলেন তিনি।
ওয়ানডের মতো টেস্ট অভিষেকেও ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন কাটার-মাস্টার। গত বছরের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টিবিঘিœত চট্টগ্রাম টেস্টে চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তিনি।
শুধু জাতীয় দলে নয়, আইপিএলেও দারুণ সফল মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদের প্রথম আইপিএল জয়ে তাঁর ভূমিকাও বিশাল। ১৭ উইকেট নেওয়া ছাড়াও পুরো টুর্নামেন্টে কমপক্ষে ২০ ওভার বল করা বোলারদের মধ্যে তাঁর ইকোনমি রেটই ছিল সবচেয়ে ভালো।
গত মে মাসে হায়দরাবাদকে আইপিএল শিরোপা এনে দিয়েছিলেন মুস্তাফিজ। দেশে ফিরে কিছুদিন বিশ্রাম নিয়ে জুলাইয়ে যোগ দিয়েছিলেন ইংল্যান্ডের সাসেক্স ক্লাবে। ক্রিকেটের আদিভূমিতেও জীবনের প্রথম ম্যাচে তিনি ম্যাচসেরা হয়েছিলেন। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন ‘ফিজ’। পরের ম্যাচে অবশ্য কোনো উইকেট পাননি। তার পরেই কাঁধের চোট তাঁকে ছিটকে দিয়েছিল মাঠের বাইরে। চোট থেকে সেরে উঠতেই অস্ত্রোপচারের দ্বারস্থ হতে হয়েছে কাটার-মাস্টারকে।
আফগানিস্তান ও ইংল্যান্ডের সঙ্গে আসন্ন সিরিজে খেলতে পারবেন না। মুস্তাফিজ এখন তাকিয়ে নিউজিল্যান্ড সফরের দিকে। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে যে সফরে দুটি টেস্ট আর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।