Wed. Oct 22nd, 2025
Advertisements

56খোলা বাজার২৪, মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬: সার্বিকভাবে মুল্যস্ফীতির হার কিছুটা কমলেও শহরে মুল্যস্ফীতি বেড়েছে গত আগস্ট মাসে। আর জাতীয় ভাবে খাদ্য-বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে। পাশাপাশি মজুরি হারও কমেছে বলে পরিসংখ্যান ব্যুরোর তথ্যে জানা গেছে।

আজ মঙ্গলবার শেরেবাংলা নগরস্থ এনইসি বৈঠক শেষে বিবিএসের তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বিবিএসের তথ্যানুযায়ী, সার্বিক মূল্যস্ফীতি গত বছরের ও জুলাই মাসের তুলনায় আগস্টে কমে ৫.৩৭ শতাংশে দাঁড়িয়েছে। তবে খাদ্য-বহির্ভূত খাতে গত বছর আগস্ট ও চলতি বছর জুলাইয়ের তুলনায় আগস্টে বেড়েছে। আগস্টে এই হার ৬.৯৮ থেকে বেড়ে ৭ শতাংশে দাড়িযেছে।
শহরের মূলস্ফীতি সবগুলো উপখাতে বেড়েছে গত বছরের আগস্ট ও চলতি বছরের জুলাই মাসের তুলনায়। সাধারন মূল্যস্ফীতির হার বর্তমানে বেড়ে ৭ শতাংশ থেকে ৭.১৫ শতাংশে, খাদ্য খাতে ৬.১১ শতাংশ থেকে ৬.৩৯ শতাংশে এবং খাদ্য-বহির্ভূত খাতে ৭.৯৮ শতাংশ থেকে ৭.৯৯ শতাংশে দাঁড়িয়েছে।
মজুরি সূচক হার কমেছে। গত বছরের আগস্টের ৭.১৭ শতাংশ থেকে কমে ৬.০৬ শতাংশে দাঁড়িয়েছে এবারের আগস্টে। যা গত জুলাইতে ছিল ৬.১৩ শতাংশ।
মজুরি সূচকের হার কমে যাওয়ার কারণ জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী বলেন, বেতন বাড়লো মজুরি সূচকের হার কেন কমবে। বিবিএস বলছে, এখন কাজ না থাকায় শ্রমিকরা মাঠে তেমন মজুরি পাচ্ছে না।