Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬: মুন্সিগঞ্জ : সিরাজদিখানে উপজেলা প্রশাসনের আয়োজনে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সাইফুল হাসান বাদলের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা সাড়ে ৪ টার দিকে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিমের সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বেগম শাহিনা পারভীন, লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম শাহীন, সিরাজদিখনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম সোহরাব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। এছাড়া সাংবাদিকদের পক্ষে জেলা প্রশাসককে ফুলের তোড়া ও উপহার সামগ্রী দেওয়া হয়েছে। এর আগে বেলা সাড়ে ৩ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।