খোলা বাজার২৪, মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬: প্রবাসী বাংলাদেশীদের কষ্টার্জিত অর্থ দেশে প্রেরণের সুবিধার্থে আন্তর্জাতিক মানি ট্রান্সফার কোম্পানী এক্সপ্রেস মানি রেমিটেন্স সেবা চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ৬ সেপ্টেম্বর ২০১৬, মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং এক্সপ্রেস মানি সার্ভিসেস লিমিটেড -এর বিজনেস ডেভেলপমেন্ট এমইএএসএ অ্যান্ড সিআইএস এর ভাইস প্রেসিডেন্ট অরবিন্দ মাইলার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ আবদুল জলিল, মোঃ ফজলুল করিম, এস. এম. জাফর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম দুয়ারী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আবুল হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোঃ আজহারুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, এক্সপ্রেস মানি সার্ভিসেস লিমিটেডের রিজিওনাল হেড, প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং এমইএএসএ অ্যান্ড সিআইএস প্রীথি সুনীল, এক্সপ্রেস মানি বাংলাদেশ এর কান্ট্রি রিলেশনশিপ ম্যানেজার ও বিজনেস ডেভেলপমেন্ট মোঃ জাকারিয়া মাহমুদ এবং অফিসার অপারেশন্স মাহমুদুল ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রবাসী বাংলাদেশীগণ বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে আরও দ্রুত ও কম খরচে বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণের ক্ষেত্রে এক্সপ্রেস মানি’র রেমিটেন্স সেবা বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, রেমিটেন্স সংগ্রহের ক্ষেত্রে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সবসময় অগ্রাধিকার দিয়ে থাকে। দেশজুড়ে বিস্তৃত ব্যাংকের অনলাইন শাখা ও এজেন্ট আউটলেট সমূহের মাধ্যমে এক্সপ্রেস মানি সার্ভিসেস এর মাধ্যমে প্রেরিত অর্থ গ্রাহকগণ খুব সহজেই গ্রহণ করতে পারবে। এটি দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি মন্তব্য করেন।