Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
151313_125
খোলা বাজার২৪,বুধবার,০৭ সেপ্টেম্বর, ২০১৬: কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমান। দুপুর পৌনে ১টার দিকে কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী তালেয়া রেহমান ও তার পরিবারের সদস্যরা।
ডায়াবেটিস ও হৃদরোগের চিকিৎসার জন্য তিনি বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী তালেয়া রেহমান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ ও হত্যা’ পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় আপিল বিভাগ থেকে জামিন পেয়েছেন বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান।

গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে জয়কে ‘অপহরণ করে হত্যা চেষ্টা’র পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এ মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন না পেয়ে গত ২৫ মে হাইকোর্টে জামিন চেয়েছিলেন শফিক রেহমান। তারপর ৭ জুন বিচারপতি এ কে এম আসাদুজ্জমান ও বিচারপতি মো: আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চও শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে দেন।

হাইকোর্টে জামিন আবেদন খারিজের বিরুদ্ধে গত ২৯ জুন আপিল বিভাগে আবেদন করেন শফিক রেহমান। পরে চেম্বার আদালত এই আবেদন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান। গত ১৭ জুলাই তিনি আপিলের অনুমতি পান। সেই আপিলের ওপর শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।

৮২ বছর বয়স্ক এই খ্যাতিমান সাংবাদিককে গ্রেফতার করে নির্যাতনের প্রতিবাদে দেশে-বিদেশে নিন্দার ঝড় উঠে। উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠন সমুহ। সরব হয়ে উঠে বিশ্বের সব প্রভাবশালী গণমাধ্যম। অবশেষে জামিনে মুক্তি লাভের পর আপাতত স্বস্তি পাওয়া গেলো।