খোলা বাজার২৪,বুধবার,০৭ সেপ্টেম্বর, ২০১৬: ঢাকার দোহারে পদ্মা নদীতে গোসল করতে নেমে প্রবল স্রোতে ডুবে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার মৈনটঘাট এলাকার পদ্মা নদীতে এঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র তাজুয়ার নির্ঝর (২৩) ও আহমেদ হাসান লিপটন (২২)। তাদের মধ্যে নির্ঝর রাজধানীর উত্তরা ও আহমেদ হাসান সাইন্সল্যাব এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সহপাঠী ও স্থানীয়দের বরাত দিয়ে দোহার থানার চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. রাকিবুল ইসলাম জানান, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২/১৪ জন শিক্ষার্থী দোহারের ঘুরতে আসে। দুপুর আড়াইটার দিকে তারা পদ্মায় গোসল করতে নামে। এসময় প্রবল স্রোতের কবলে পড়ে ঐ দুইজন শিক্ষার্থী ডুবে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পায়নি। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর তাদের দুইজনের লাশ বিকাল সাড়ে ৫টার দিকে দোহারের মৈনটঘাটের পদ্মা নদী থেকে উদ্ধার করে।