বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছিল গত বছরের নভেম্বরে। সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার জুবায়ের হোসেন, ব্যাটসম্যান লিটন দাস, পেসার কামরুল ইসলাম রাব্বি ও বাঁহাতি স্পিনার আরাফাত সানি। চোটের কারণে মুস্তাফিজুর রহমান ছিটকে গেছেন আগেই।
বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে অস্ট্রেলিয়া যাওয়া সানি জায়গা না পেলেও আছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ।
বিসিবির অন্যতম নির্বাচক হাবিবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, এই পুল থেকেই নির্বাচিত হবে আগামী দুই সিরিজের চূড়ান্ত দল।
“আফগানিস্তান সিরিজের দল তো অবশ্যই এই তালিকার মধ্য থেকেই হবে। ইংল্যান্ড সিরিজেও এই তালিকার বাইরে থেকে নেওয়ার সম্ভাবনা খুব সামান্যই, যদি না খুব জরুরি কিছু হয়। সব দিক ভেবেই দল গড়েছি আমরা।”
পুলে জায়গা পাওয়া তিন নতুন মুখের কেউই ছিলেন না ইংল্যান্ড সিরিজের জন্য আগে ঘোষিত প্রাথমিক দলের ক্যাম্পে; ছিলেন হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডে। এই তিন জনকে নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন হাবিবুল।“প্রাথমিক দলের ক্যাম্প আর এইচপি, দুটি স্কোয়াডেই কিন্তু আমরা জাতীয় দলের ভাবনায় অনেককে রেখেছিলাম। উন্মুক্ত ছিলাম যে প্রয়োজনে যে কোনো জায়গা থেকে নিতে পারি।”
“মিরাজকে অনেকের মনে হতে পারে একটু দ্রুত হয়ে গেল। তবে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স ওর হয়ে কথা বলে। শুভাশীষ অনেক দিন থেকেই আমাদের দৃষ্টিতে ছিল। চোট সমস্যার কারণে পারছিল না। এবার এইচপিতে ভালো কাজ করেছে।”
আলাউদ্দিন বাবুকে রাখা হয়েছে পেস বোলিং অলরাউন্ডারের ভাবনায়, জানালেন হাবিবুল।
“পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আলাউদ্দিন ও মুক্তার আলি ছিল বিবেচনায়। আলাউদ্দিন তো বেশ পুরোনো ক্রিকেটার, ইনজুরি প্রবণতার কারণে সেভাবে পারেনি। এবার এইচপিতে আলাউদ্দিনকে কিছু টার্গেট দেওয়া হয়েছিল, সেটা সে পূরণ করতে পেযেছে।”
“তবে মনে রাখতে হবে, এটা এক রকম প্রাথমিক দল। চূড়ান্ত দলে জায়গা পাওয়ার ব্যাপার আছে।”
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানিয়েছেন, আফগানিস্তান সিরিজের মূল দল ঘোষণা করা হবে ১৮ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর শুরু আফগান্স্তিানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ।
২০ জনের পুল: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, এনামুল হক, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শুভাশীষ রায় চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, মোশাররফ হোসেন রুবেল, আলাউদ্দিন বাবু, আল আমিন হোসেন।