Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪,বুধবার,০৭ সেপ্টেম্বর, ২০১৬: গুম, খুন, অন্যায় অত্যাচার,‌ নির্যাতনের মাধ্য‌মে সরকার এত বে‌শি পাপ ক‌রে ফে‌লে‌ছে যে, সেই বোঝা তারা বহন কর‌তে পার‌ছে না ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হো‌সেন।
মঙ্গলবার দুপু‌রে জাতীয় প্রেসক্লা‌বে জাতীয়তাবাদী স্বেচ্ছা‌সেবক দল আয়োজিত বিএন‌পির সিনিয়র ভাইস ‌চেয়ারম্যান তা‌রেক রহমা‌নের নবম কারামু‌ক্তি দিব‌সের এক আ‌লোচনা সভায় এই মন্তব্য করেন তি‌নি।

‌মোশাররফ হো‌সেন ব‌লেন, বর্তমান সরকা‌রের অবস্থা নড়ব‌ড়ে। একটু ধাক্কা দি‌লেই প‌ড়ে যা‌বে। তাই ঘ‌রের ম‌ধ্যে স্লোগান না দি‌য়ে বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়ার নেতৃ‌ত্বে রাজপ‌থে আ‌ন্দোলন ক‌রে ফ্যাসিবাদী সরকা‌রের পতন ঘটা‌তে হ‌বে।

‌তি‌নি  ব‌লেন, সরকার বা‌ঘের ওপর চেপে ব‌সে আ‌ছে। বাঘ একটু নাড়াচড়া করলেই সরকার প‌ড়ে যা‌বে। আর বা‌ঘের সাম‌নে পড়‌বে আওয়ামী লী‌গের লো‌কেরা। এতে তারা রক্ষা পা‌বে না। সরকার এ দে‌শের লোকজ‌নের বিপ‌ক্ষে দাঁ‌ড়ি‌য়ে‌ছে। এ সরকার জনগ‌ণের জন‌রো‌ষে পড়বে। তখন পালা‌নোর পথ পা‌বে না।

বিএন‌পির এই নেতা ব‌লেন, অ‌বৈধ সরকা‌রের দুই মন্ত্রী শপথ ভঙ্গ ক‌রে‌ছেন। সুপ্রিম কোর্ট তাদের শা‌স্তি দি‌য়ে‌ছেন। তারপরও সরকার তাদের বাদ দি‌চ্ছে না। প্রতিক্রিয়া কী হয় তা সামাল দি‌তে পার‌বে না বলেই তা‌দের বাদ দেওয়া হচ্ছে না।

আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, নির্বাহী ক‌মি‌টির সদস্য আ‌মিনুল ইসলাম, সাইফুল ইসলাম পটু, গঠনের সহ-সভাপতি গোলাম সরোয়ার, মহানগর উত্তরের সভাপতি ইয়াসিন আলি প্রমূখ।