Thu. Oct 16th, 2025
Advertisements

3kখোলা বাজার২৪, বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০১৬: গতকাল মঙ্গলবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ টেন্ডার জনিত অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন প্রকার ফর্ম মুদ্রন ও সরবরাহ ২০১৬-১৭ এর টেন্ডারের দিন ধার্য্য ছিল ০৬-০৯-২০১৬। শেষ সময় ছিল দুপুর ২টায়। নির্ধারিত সময় দুপুর ২টার পূর্বেই টেন্ডার বাক্স বন্ধ করে চেয়ারম্যানের কক্ষে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন দিনাজপুর শহরের গনেশতলায় অবস্থিত নিউ ট্রেড প্রিন্টার্স এর প্রোপাইটর মোঃ মিরান আলী।

তিনি জানান, এনিয়ে অভিযোগ করলে তাকে অপদস্ত করেন বলে অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সিকিউরিটিগন এবং পরে শিক্ষা বোর্ডে পুলিশ ডেকে আনেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন।

এ ব্যাপারে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন বলেন, পিপিআর আইন মেনে আমাদের টেন্ডার পরিচালনা করতে হয়। এজন্য আমাদের একটি টেন্ডার কমিটি রয়েছে। মোঃ মিরান এর অভিযোগ সমন্ধে তিনি বলেন, মোঃ মিরান এর অভিযোগ সত্য নয়। তিনি সময় মত টেন্ডার ড্রপ করতে পারেনি। শিক্ষা বোর্ড কতৃপক্ষ নির্ধারিত সময়ে টেন্ডার বাক্স সীলগালা করেছেন।

অন্যদিকে মোঃ মিরান বলেন যে শিক্ষা বোর্ডের সমস্ত কার্যক্রম সিসি ক্যামরায় ফুটেজ ধারন কৃত রয়েছে যাতে ঘটনার সময় উল্লেখ রয়েছে। সিসি ক্যামরার ধারন কৃত ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। মোঃ মিরান সিসি ক্যামেরার ধারন কৃত ফুটেজ পরীক্ষা করে জন সন্মুখে দেখনোর জন্য অনুরোধ করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেনের নিকট। কিন্তু শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় সেই কথা আমলে নিচ্ছেন না বলে অভিযোগ করেন নিউ ট্রেড প্রিন্টার্স প্রোপাইটর মোঃ মিরান আলী।