Fri. Oct 17th, 2025
Advertisements

4kখোলা বাজার২৪, বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০১৬: দিনাজপুরের চিরিরবন্দরে ডুয়েল গেজ রেলপথ সংস্কার প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের গ্যাংকার-ট্রলির মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার জাহাঙ্গীর আলমসহ (৪২) ৫ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্যাংকারের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় দিনাজপুরের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। জানা গেছে, গতকাল ০৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২টায় পার্বতীপুর-পঞ্চগড় ডুয়েল গজ রেলপথ সংস্কার প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের পাথরবাহী গ্যাংকার মন্মথপুর রেল স্টেশন হতে চিরিরবন্দর রেল স্টেশনের আউট সিগন্যালের অদূরে ১৪ নং ব্রীজের কাছে বিপরীত দিক থেকে আসা রেললাইন পরিবহনের ডিপট্রলির মুখোমুখি সংঘর্র্ষ হলে গ্যাংকারের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ড্রাইভার জাহাঙ্গীরসহ ৫ জন শ্রমিক আহত হয়। চিরিরবন্দর রেল স্টেশনের কর্তব্যরত সহকারী স্টেশন মাষ্টার হরিপদ সরকার জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাশন আমাদেরকে অবগত না করে রেললাইনে কনষ্ট্রাকনের কাজ করায় এ দুর্ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।