খোলা বাজার২৪, বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০১৬: মুন্সিগঞ্জের লৌহজেং পদ্মা সেতু প্রকল্পে কর্মরত একজন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে পদ্মা সেতু প্রকল্পে কর্মরত অবস্থায় দূর্ঘটনায় তিনি নিহত হন। নিহত শ্রমিক সজল (২১) এর বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং।
শ্রমিকের নিহত হওয়ার খবর নিশ্চিত করেন পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোঃ আব্দুল কাদের।
তিনি জানান, ওয়ার্ক শপের ক্রেনের একটি ফ্রেম পড়ে তিনি আহত হন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকায় প্রেরণ করা হলে পথিমধ্যে মারা যান সজল। তিনি আরো জানান, নিহত সজল গত সোমবার কাজে যোগদান করে।