খোলা বাজার২৪, বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০১৬: মঙ্গলবার রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সদরস্থ ও দোয়ানী মোড় এলাকা থেকে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা ও ৪ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে হাতীবান্ধা থানার এসআই আনিছুর রহমান ও এস আই সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ উপজেলা সদরস্থ এলাকার সংযোগ সড়কে এবং দোয়ানীর ব্যারেজে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী ইউসুফ আলী (৩৫) ও জিয়ারুল ইসলাম (৩৮) কে ৪ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী লালমনিরহার জেলার হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া গ্রামের জাফর আলীর পুত্র বলে জানাগেছে।
অপর দিকে দোয়ানী তিস্তা ব্যারেজ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জিয়ারুল ইসলাম (৩৮) কে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নীলফামারী জেলার ডিমলা উপজেরার চাঁপানী জুনাগাছ গ্রামের ঈশামুদ্দিনের পুত্র।
পুলিশ সূত্র জানাগেছে, উক্ত মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রির উদ্দেশ্যে যাওয়ার সময় পথিমধ্যে পুলিশ তারকে গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে বুধবার দুপুরে আদালতে সোর্পদ্দ করা হবে বলে থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম নিশ্চিত করেছেন।