

খোলা বাজার২৪,বুধবার,০৭ সেপ্টেম্বর, ২০১৬: ঈদকে সামনে রেখে প্রিয়জনের সঙ্গে আনন্দ সময় কাটাতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। এ জন্য ভোর থেকেই ঢাকার কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে।এরই মধ্যে অনেকে কাঙ্ক্ষিত ট্রেনে রওনা হয়েছেন গ্রামের পানে। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আগাম টিকিট সংগ্রহের যুদ্ধ শেষে আজ শুরু হয়েছে ঈদের ট্রেন যাত্রা। সকাল থেকে বিভিন্ন রুটের ট্রেন সিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে।তবে আজ ঘরমুখো মানুষের চাপ কম থাকলেও আগামীকাল থেকে যাত্রীচাপ বাড়তে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সড়কপথে যানজট ও বিভিন্ন ঝামেলা এড়াতে আগে থেকেই অনেকে পরিবারের সদস্যদের বাড়ি পাঠাচ্ছেন। এদিকে, ঘরমুখো মানুষের মধ্যে লক্ষ্য করা গেছে উৎসাহ উদ্দীপনা।