খোলা বাজার২৪, বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০১৬: জেলা শহরের পিটিআই রোডে নির্মাণাধীন কিচেন মার্কেটের ঢালাই কাজের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় তিনি হবিগঞ্জ পৌরসভার বাস্তবায়নাধীন ওই মার্কেটের প্রথম ছাদের ঢালাই কাজের উদ্বোধন করেন।
এ সময় প্রকল্পের সাফল্য এবং পৌরসভা ও পৌরবাসীর মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালিত হয়। ঢালাই কাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস, পৌরকাউন্সিলর গৌতম কুমার রায়, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাসসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপম্যান্ট ফান্ড (বিএমডিএফ)-এর অর্থায়নে হবিগঞ্জ পৌরসভা এ কিচেন মার্কেট নির্মানের কাজ বাস্তবায়ন করছে। ৭ হাজার ৬ শ বর্গফুট জমির উপর নির্মাণাধীন এ মার্কেট একতলা পর্যন্ত সম্পন্ন করতে ব্যয় হবে প্রায় ৩ কোটি টাকা। আগামী ২/৩ মাসের মধ্যে একতলার পুরো কাজ শেষ হবে জানিয়েছে পৌরসভার প্রকৌশল বিভাগ।