Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19kখোলা বাজার২৪, বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০১৬: জেলার ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা ফুটানীবাজার ষ্টুডেন্টস অর্গানাইজেশনের উদ্দ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধন বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। ‘সন্ত্রাস নয়, জঙ্গিবাদ নয়, মাদকমুক্ত বাংলাদেশ চাই’ এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধনে ফুটানীবাজার ষ্টুডেন্টস অর্গানাইজেশনের সভাপতি আব্দুস শাকুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিশ্বাস, মুঞ্জুর আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে আজাদ, শিকারী মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা বিশ্বাস, আলালপুর দাখিল মাদ্রাসার সুপার বজলুর রহমান, আম ফাউন্ডেশন কোষাধ্যক্ষ জাহিরুল ইসলাম, এফএসও’র সাধারণ সম্পাদক রুমান আলী। অন্যান্যের মধ্যে এফএসও’র উপদেষ্টা আব্দুর রহিম, অডিট কমিটির সদস্য মাসুদ রানা বিশ্বাস, বিএম রুবেল আহমেদ, মুরাদ হাসান টুটুলসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সুধীজনেরা উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি নিয়ে ফুটানীবাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।