খোলা বাজার২৪, বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০১৬: জেলার শিবগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- সদর উপজেলার চকলামপুর গ্রামের দবির বিশ্বাসের ছেলে মামুন আলী (৩৮) ও গোমস্তাপুর উপজেলার তিন ঘরিয়া গ্রামের মালিন আলীর ছেলে বাবু (২৫)।
শিবগঞ্জ থানার ওসি রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এস আই নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে একদল পুলিশ কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের বালুচর এলাকায় অভিযান চালিয়ে টলিতে থাকা ৫৫০ বোতল ফেন্সিডিলসহ বাবুকে আটক করা হয়।
অপরদিকে একই সময় এস আই গোলাম রসুলের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পুরাতন বার রশিয়া ঈদগাহ মাঠ থেকে অভিনব কায়দায় পাচারের সময় টলিতে রক্ষিত ১ হাজার ৫০ বোতল ফেন্সিডিলসহ মামুন আলীকে আটক করা হয়। এ সময় একটি টলি জব্দ করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।