Thu. Oct 16th, 2025
Advertisements

gazi-tyres-cricket-nbs24খোলা বাজার২৪, বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০১৬: সেরা ব্যাটম্যান, বোলার, উইকেট কিপারের সন্ধানে ময়মনসিংহ বিভাগে শুরু হলো গাজী ক্রিকেটার্স হান্ট। সকাল ৯টা থেকে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে শুরু হয় সেরা ক্রিকেটার্স হান্ট। ময়মনসিংহ বিভাগের চার জেলার শতশত ক্রিকেটার সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার লক্ষ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে ইয়েস কার্ডের জন্য।

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ক্রিকেটারদের পছন্দ অনুযায়ী ব্যাটম্যান উইকেট কিপার, পেইস বোলার ও স্পিং বোলারের পারপরমেন্স দেখে সেরা ক্রিকেটারের ইয়েস কার্ড প্রদান করেন বিচারকরা। লাইনে দাঁড়িয়ে থাকা ক্রিকেটারদের মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০০জন ক্রিকেটারকে ইয়েস কার্ড দেয়া হবে।

পরবর্তীতে এই ১০০জনের মধ্যে সেরা ব্যাটম্যান, উইকেট কিপার, পেইস বোলার ও স্পিং বোলার নেয়া হবে বলে জানিয়েছেন গাজী ক্রিকেটার্সের প্রধান কোচ সালাউদ্দিন।