খোলা বাজার২৪, বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০১৬: গাজীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে কাপাসিয়া উপজেলা কমপ্লেক্স পাবলিক স্কুলে ৬ সেপেটম্বর মঙ্গলবার সকালে বাংলাদেশ সরকারের উন্নয়ন ও সাফল্য নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কমপ্লেক্স স্কুলের সিনিয়র শিক্ষক মো: সাহাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রাহাত হাসনাত। বিশেষ অতিথি ছিলেন দৈনিক মুক্তিবলাকা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি এইচ এম শওকত ওসমান সরকার, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া ইউনিট আহবায়ক নূরুল আমীন সিকদার।
রাহাত হাসনাত বলেন, বর্তমান সরকারের অনেক সাফল্য রয়েছে যা আমাদেরকে জনগনের কাছে তুলে ধরতে হবে। আইটি সেক্টরে আমরা আশানুরুপ সাড়া পেয়েছি।