Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪,বুধবার,০৭ সেপ্টেম্বর, ২০১৬: কুমার, নাটোর: নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে তিন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো অন্ততঃ ৪ জন। আহতদের মধ্যে তিনজনকে নাটোর সদর হাসপাতালে ও একজনকে বড়াউগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বুধবার সকাল ১০ টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন , নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ড. আবুল কালাম আজাদ ও স্থানীয়রা জানান, নাটোর থেকে ঢাকাগামী রোকেয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় পৌছালে ঢাকা থেকে নাটোর গামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্ততঃ ৭ জন আহত হয়। আহতের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন। বাকীদের উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরন করা হয়। নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।