Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a6%e0%a6%be
খোলা বাজার২৪,বৃহস্পতিবার,০৮ সেপ্টেম্বর, ২০১৬: সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার লন্ডন স্থানীয় সময় দুপুর দুইটায় এ্যামিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি গ্যাটউইক বিমানবন্দর ত্যাগ করেন। স্ত্রী ডা: জোবায়দা রহমান ও কন্যা জায়েমা রহমান সফরসঙ্গী হিসাবে তারেক রহমানের সাথে রয়েছেন।

এছাড়া মরহুম আরাফত রহমানের স্ত্রী শরমিলি রহমান ও দুই কন্যাও পবিত্র হজ পালনের জন্য তারেক রহমানের পরিবারের সাথে রয়েছেন।

এর আগে সৌদি বাদশার আমন্ত্রণে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বুধবার বিকাল ৫টায় হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

বিএনপির চেয়ারপারসনের সঙ্গে তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এনাম আহমদ চৌধুরী, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও গৃহপরিচারিকা ফাতেমা বেগমসহ ১০ সফর সঙ্গী রয়েছেন। তাকে বিদায় জানাতে দলের বিপুল নেতাকর্মী বিমান বন্দরে হাজির হন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নিতাই রায়, ডা. এজেড এম জাহিদ হোসেন, সাংঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ও শামা ওবায়েদ।

এর আগে বিকাল সাড়ে ৩টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা করেন তিনি। পরে বিকাল ৩টা ৫০ মিনিটে বিমান বন্দরে এলাকায় পৌঁছলে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।