খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: ‘অতীতকে জানবো, আগামীকে গড়বো’ এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসটি উপলক্ষে আজ সকাল ৯ টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশিদুল মান্নাফ কবীরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জেলা তথ্য অফিসার রুস্তম আলী সহ জেলার সরকারি কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা র্যালিতে অংশ নেয়। জেলা প্রশাসক ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এ র্যালির আয়োজন করে।