Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: রাজধানীর বনশ্রী ও জুরাইন এলাকা থেকে বিপুল পরিমাণ জাল মুদ্রাসহ পাঁচ ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
আজ বৃহস্পতিবার সকালে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
র‍্যাব-১ বলছে, এক কোটি টাকার বেশি জাল নোট উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে জাল মুদ্রা তৈরির উপকরণ ও সরঞ্জাম। এই ঘটনায় আটক পাঁচজনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক এক কর্মকর্তা রয়েছেন।