খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: ঢাকার দক্ষিণখানে নিজের বাড়িতে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্বজনদের বরাত দিয়ে পুলিশ বলছে, বুধবার সন্ধ্যায় বাসা দেখার নাম করে দুই যুবক দক্ষিণখানের দক্ষিণ পাড়ার ৭১৫/২ নম্বর বাড়িতে ঢুকে ওয়াহিদা আক্তারকে (৪৫) হত্যা করে। ছয়তলা ওই ভবনের তৃতীয় তলায় সন্তানদের নিয়ে থাকতেন ওয়াহিদা। তার স্বামী ফরহাদ কুয়েত প্রবাসী। বর্তমানে তিনি দেশে থাকলেও ঘটনার সময় কুমিল্লা ছিলেন বলে দক্ষিণখান থানার ওসি সৈয়দ লুৎফর রহমান জানান। তিনি বলেন, ভবনের ছয়তলার একটি কক্ষ খালি রয়েছে। দুজন যুবক সন্ধ্যায় কক্ষটি দেখতে ওয়াহিদাকে নিয়ে সেখানে যায়।
“পরে তারা ওয়াহিদাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।”
মার চিৎকার শুনে ওয়াহিদার মেয়ে ছয়তলায় গিয়ে মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
ওয়াহিদাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। কেন এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি লুৎফর জানিয়েছেন।