খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টানা ঈদের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে শহর ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ভোর থেকেই তাই ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশনে ছিলো মানুষের উপচেপড়া ভিড়।
বৃহস্পতিবার সকাল থেকে পরিবারের সদস্যদের নিয়ে রেলস্টেশনে আসতে থাকেন ঘরমুখো যাত্রীরা। দীর্ঘদিন পর প্রিয়জনের সাথে দেখা হওয়ার আনন্দ ছিলো সবার চোখেমুখে। কোন সমস্যা ছাড়াই বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হতে পেরে বেশ আনন্দমুখর ছিলেন তারা।
কোনো ট্রেনে ছিলো না যাত্রীদের তিল ধারণের ঠাঁই। তবে চাপ থাকলেও ট্রেন সময়মতো স্টেশন ছেড়ে গেছে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।
আগামী কয়েকদিন ট্রেনে যাত্রীদের এই চাপের কথা মাথায় রেখে প্রায় প্রতিটি ট্রেনেই বিশেষ বগি সংযোজন করা হয়েছে বলে জানিয়েছেন তারা।
পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যাত্রাপথে অজ্ঞান পার্টি, মলম পার্টির প্রকোপ এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।