Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: ইসলামিক স্টেট নামধারী জঙ্গি গোষ্ঠীর রাজধানী হিসেবে পরিচিত সিরিয়ার রাক্কা শহরে হামলার জন্য প্রস্তুত তুরস্ক ও যুক্তরাষ্ট্র। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, চীনে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে থাকাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়। আর তখনই সম্মিলিত আক্রমণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এরদোগান বলেন, এ ধরণের কার্যক্রমে আমাদের কোন সমস্যা নেই।
উল্লেখ্য, গত মাসে কুর্দি বিপ্লবী ও আইএসকে লক্ষ্য করে সিরিয়ার অভ্যন্তরে হামলা শুরু করে তুরস্ক সরকার।
এদিকে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দফতর থেকে এরদোগানের এই বক্তব্যের বিষয়ে কিছু জানা যায়নি। তবে এই দফতরের এক কর্মকর্তা জানান, আইএসকে দীর্ঘমেয়াদী সময়ের জন্য প্রতিহত করতে ‘স্থানীয় ফোর্স’-এর সহায়তা প্রয়োজন। তুরস্ক সম্প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তায় যে হামলা চালাচ্ছে, তার ফল হিসেবে রাক্কা থেকে আইএসকে পৃথক করা সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি।