Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: যমুনা টিভির মধ্যস্থতায় সুন্দরবনের জলদস্যুদের দুটি বাহিনীর সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করতে যাচ্ছেন।
বৃহস্পতিবার নগরীর র‌্যাব-৮ কমপ্লেক্সে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে জলদস্যু শান্ত ও আলম বাহিনীর ১৪ সদস্য আত্মসমর্পণ করবেন। র‌্যাব-৮’র উপঅধিনায়ক মেজর আদনান জানান, জলদস্যু বাহিনীর সদস্যরা অস্ত্রসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবেন।
জলদস্যু বাহিনীর সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরে আসার নেপথে কাজ করেছে যমুনা টেলিভিশন। সহায়তা করেছে র‌্যাব। তারা ২০/২২টি আগ্নেয়াস্ত্র জমা দেবেন। আত্মসমর্পর্ণের উদ্দেশ্যে দস্যুবাহিনী দুটি বরিশাল নগরীতে এসে পৌঁছেছে। তারা র‌্যাবের নজরদারিতে রয়েছে বলেও জানান মেজর আদনান।
র‌্যাব সূত্র জানায়, নানা কারণে সুন্দরবন দাপিয়ে বেড়ানো শান্ত ও আলম বাহিনী তাদের স্বাভাবিক জীবনে ফিরতে যমুনা টিভির মাধ্যমে অস্ত্রসহ আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। সে মতে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করে।
এদিকে এই দুই জলদস্যু বাহিনীর আত্মসমর্পণের খবরে স্বস্তি ফিরে এসেছে সুন্দরবনসংলগ্ন উপকূলে।
এরআগে গত ১ জুন সুন্দরবনের কুখ্যাত মাস্টার বাহিনীর ১০ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।
মাস্টার বাহিনীর প্রধানসহ ১০ সদস্য ৫২টি অস্ত্র ও ৫ হাজার গুলি, ট্রলারসহ অন্যান্য উপকরণ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন।