Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অশিক্ষার অন্ধকার থেকে জাতি আলোর পথে যাত্রা শুরু করেছে।

বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতির পিতা প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও অবৈতনিক ঘোষণা প্রধামন্ত্রী বলছেন, তার পদাঙ্ক অনুসরণ করেই সরকার শিক্ষার মানোন্নয়নে নানামুখী উদ্যোগ নিয়েছে।

শেখ হাসিনা বলেন, পড়াশোনায় শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বৃত্তি প্রদান কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

সাক্ষরতার হার বাড়ানো আওয়ামী লীগের কৃতিত্ব দাবি করে তিনি আরো বলেন, বর্তমানে সাক্ষরতার হার ৪৫% থেকে ৬৫% উন্নীত হয়েছে।

শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে না পারলে একটি দেশ দারিদ্র্যমুক্ত হতে পারে না বলেও জানান প্রধানমন্ত্রী।